
হলধর দাস : বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে ৬৮ তম জোটা এবং ২৯ তম জোটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন।
প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, জোটাজোটি প্রোগ্রামের মাধ্যমে একজন স্কাউটার দেশ-বিদেশ তথা বিশ্বব্যাপী বন্ধুত্ব তথা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে পারে। তথ্য প্রযুক্তির মাধ্যমে কথোপকথনে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য অন্যদেশের সামনে তুলে ধরেন এবং অন্য দেশের বন্ধুও তার দেশের সংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন।
১৭ অক্টোবর(শুক্রবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জোটাজোটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ মনোয়ার হোসেন।
জেলা স্কাউটসের সম্পাদক মনজিল এ মিল্লাত এর সঞ্চালয় বক্তব্য রাখেন কমিশনার আলতাফ হোসেন নাজির, জেলা স্কাউটসের সহযোজিত সদস্য স্কাউটার বিজি রশিদ নওশের, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, জেলা সূজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, জেলা স্কাউটসের সহসভাপতি তাপস কুমার দে, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী জেলা কমিশনার আবদুস সবুর, আলতাফ হোসেন রানা, শাহরুখ ইসতিয়াক সাকিব, ইয়ামিন মিয়া, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সারকার, মনোহরদী উপজেলা কমিশনার এটিএম আশ্রাফুল আলম, সদর উপজেলা কমিশনার মোঃ আঃ গফুর মোল্যা, রায়পুরা উপজেলা কমিশনার মোহাম্মদ সাদেক শরীফ,বেলাব উপজেলা কমিশনার আবদুল হাই, শিবপুর উপজেলা সম্পাদক খন্দকার আরিফুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন জাম্বুরী অব দ্য ইয়ার জোটা এ্যামেচার রেডিও স্টেশনের উদ্বোধন করেন।
উল্লেখ্য, ১৭-১৯ অক্টোবর ৩ দিন স্কাউটাররা রেজিস্ট্রেশন করে অনলাইনে চ্যাট, ভার্চুয়াল মিটিং এবং ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হবেন।