• নরসিংদী
  • বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১০ পিএম
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি 

হলধর দাস : ঢাকায়  শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদসহ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও বেতন কাঠামোর বৈষম্য দূর করে সরকারি শিক্ষক-কর্মচারীদের সমতাভিত্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবীতে নরসিংদীতে লাগাতার কর্মবিরতির আজ মঙ্গলবার ২য় দিন অতিবাহিত হচ্ছে। 

নরসিংদীর ৬টি উপজেলার দুই শতাধিক এমপিওভূক্ত স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী এ কর্মসূচি পালন করছে। কর্মসূচির ২য় দিনে (মঙ্গলবার)
নরসিংদীতে মানববন্ধন করেছে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। 
মঙ্গলবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শহরের জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ও জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচীতে শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। 
তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা করা মানে বাংলাদেশের ওপর হামলা করা। শিক্ষকরা তাদের মর্যাদা নিয়ে শ্রেণিকক্ষে থাকতে চায়। 

এসময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন তারা। 

দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে বলে জানান তারা । 

এসময় বক্তব্য রাখেন,হাজী আবেদ আলী কলেজের অধ্যক্ষ আহসান মাহবুব, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ মকবুল হোসাইন, শিক্ষক নেতা হরমুজ খান, মোঃ ইব্রাহিম, মনজিল এ মিল্লাত, ছানাউল্লাহ, সামসুউদ্দিন ভূইয়া, এনসিপি নেতা বাদল মিয়া, জামেয়া কাসিেমিয়া ছাত্র সংসদের ভিপি মাহফুজুর রহমান, জিএম মোজাহিদুল ইসলাম সাদেক প্রমুখ। 
মানববন্ধন শেষে হামলার পুলিশ হামালার বিচার ও দাবি পূরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ