
হলধর দাস : গত রোববার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকা থেকে ৪০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
এর সাথে জড়িত মাদকব্যবসায়ী সাইফুল ইসলাম (১৮) কে গ্রেফতার করা হয়েছে। সে শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার বাড়ৈ আলগী গ্রামের জলিল মিয়ার ছেলে।
নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।