• নরসিংদী
  • শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ;   ২৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা নরসিংদী জেলা : পুলিশ সুপার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৪৯ পিএম
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা নরসিংদী জেলা : পুলিশ সুপার 

হলধর দাস : নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার চাদরে আবৃত নরসিংদী জেলা। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের পূজায় সারাদেশের ন্যায় নরসিংদীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পূজার প্রথম দিন মহা ষষ্ঠীতে শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, এ বছর নরসিংদী জেলার ৬টি উপজেলায় মোট ৩৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মন্ডপে দিনরাত পুলিশের উপস্থিতি নিশ্চিতভাবে বিদ্যমান আছে । সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এ বছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে উদযাপিত হবে দুর্গাপূজা। 

এসময় সাথে ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধর, পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা সাংবাদিক নিবারণ রায়, সুজনের জেলা সম্পাদক সাংবাদিক হলধর দাস, পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল সাহা, কৃষ্ণকান্ত সাহা, আসিস চক্রবর্তী,পূজা উদযাপন পরিষদের সহসভাপতি জ্যেতিরাম দাস,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক স্বপন বিশ্বাস প্রমুখ। 

এসময় নরসিংদী শহরেরর পশ্চিম কান্দা পাড়ায়  সেবা সংঘ, মধ্যকান্দা পাড়ায় বাগবিতান ক্লাব এবং অগ্রবাণী ক্লাবের দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ