• নরসিংদী
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আইডিইবি'র আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
নরসিংদীতে আইডিইবি'র আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী
বর্ণাঢ্য র‍্যালী

হলধর দাস: "টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি" প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)'র গৌরবোজ্জ্বল ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা আইডিইবি মঙ্গলবার(১৫ নভেম্বর) বর্ণাঢ্য র‍্যালী  ও আলোচনা সভার আয়োজন করে। 

নরসিংদী জেলা শহরে প্রতিষ্ঠিত মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১১টায়  আয়োজিত  "টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি" শীর্ষক আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা শাখার সহ সভাপতি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনের সাংসদ  জনাব তামান্না নুসরাত বুবলী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার কর্মতৎপর মেয়র মোঃ আমজাদ হোসেন বাচ্চু ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। 

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আইডিইবি'র জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌঃ মোঃ সিরাজুল ইসলাম, ভোকেশনাল শিক্ষক সমিতি,বাংলাদেশ'র কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রকৌঃ প্রণব কুমার দেব ও আইডিইবি'র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ,গণপূর্ত ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌঃ আবদুল খালেক আকন্দ প্রমুখ নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির ভাষনে তামান্না নুসরাত বুবলী এমপি বলেন, "আমাকে আজকের এই মহতী অনুষ্ঠানে  সম্পৃক্ত করায় জেলা আইডিইবি'র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিঔ। তিনি বলেন দেশের উন্নয়ন কর্মকান্ডে ডিপ্লোমা প্রকৌশলীগণ শতকরা ৮৫ ভাগ অবদান রাখছেন ও জাতীয় স্বার্থে বিভিন্ন সময়ে আইডিইবি'র গবেষণালব্ধ সুপারিশমালা  বর্তমান সরকার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের গণমানুষের অগ্রযাত্রা সুপ্রসন্ন করছে জেনে আইডিইবি'র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাঁচ লক্ষাধিক সদস্য প্রকৌশলীকে অভিনন্দন জানাচ্ছি।

আমন্ত্রিত অতিথিদ্বয় জেলা আইডিইবি'র সহযোগিতার সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও নরসিংদীতে তাদেরকে খাস জায়গা বরাদ্ধদানের ফাইলটি আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ সময় বন্দিদশায় থাকায় বিস্ময় প্রকাশ করেন। 
তাঁরা অতি দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য জেলার ন্যায় নরসিংদী জেলায় আইডিইবিকে খাস জমি বরাদ্ধ দেয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এছাড়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে আইডিইবি'র ৫১ বছরের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অদূর ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে করণীয় এবং "টেকসই উন্নয়নে- নবায়নযোগ্য জ্বালানি" প্রতিপাদ্যে বিশদ আলোচনা করেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা শহরের আইডিইবি'র সাধারন সম্পাদক
প্রকৌঃ মোঃ মনিরুজ্জামান।

 তিনি আক্ষেপ করে বলেন,দীর্ঘ সময় অতিবাহিত হলেও আমাদের প্রাণান্তকর চেষ্টার কোন মূল্যায়ন না করে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্বেও অজ্ঞাত কারণে আমাদের এক খন্ড খাস ভূমি বরাদ্ধ না দিয়ে আমাদের ফাইল বৎসরাধিক কাল যাবত সদর এসি ল্যান্ড অফিসে সার্ভেয়ারের নিকট চাপা পড়ে আছে।

তিনি অন্যান্য জেলার ন্যায় বিনামূল্যে ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, সোলার মেকানিক,রাজমিস্ত্রী, ইলেকট্টোম্যাকানিক্যাল ইকুইপমেন্ট মেকানিক,নদীমাত্রিক শিল্পাঞ্চল হিসেবে খ্যাত নরসিংদীকে বর্জ্যদূষণ থেকে মুক্ত করার জন্য কল কারখানায় স্বল্প ব্যয়ে ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জরুরী ভিত্তিতে নরসিংদীতে প্রস্তাবিত খাস জমি বরাদ্ধদানের জন্য জেলা প্রশাসননের  প্রতি জোর দাবী জানান। অনুষ্ঠান  সঞ্চালনা  করেন , জেলা আইডিইবি'র সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ মোখলেছুর রহমান।

সভাশেষে প্রধান অতিথি পায়রা উড়িয়ে, ফিতা কেটে জেলা আইডিইবি'র প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেন।পরে সহস্রাধিক পলিটেকনিক ছাত্র-শিক্ষক ও পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলী সমন্বয়ে দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র‍্যালিটি অতিথিগণকে নিয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়  প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ