নুরুল ইসলাম নূরচান : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। বাকি রয়েছে নরসিংদী-৩ (শিবপুর) আসনটি। এই আসনটিতে কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীরা ও হতাশায় ভুগছেন। কাবিল নামে বিএনপির এক কর্মী বললেন, শিবপুরে বিএনপি প্রার্থী ঘোষণা না করায় আমরা চরম হতাশায় ভুগছি। আমির আলী নামে ওপর করলে ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই দফায় সারা দেশে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। অথচ আমাদের এখানে কেন দেওয়া হয় না? এর কোন রহস্য আমরা খুঁজে পাই না। নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় সারির এক নেতা বলেন, অনতিবিলম্বে এখানে যদি একজন যোগ্য ব্যক্তিকে প্রার্থী ঘোষণা না করা হয় তাহলে বিএনপি এই আসনটি হারাবে। শিবপুরের এই আসনটি বিএনপির দুর্গ নামে পরিচিত। বিএনপির মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া তিন তিন বার এই আসন থেকে জয়লাভ করে এমপি হয়েছিলেন।
প্রথম দফায় বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল।
এরপর গত তিন ডিসেম্বর আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। তখনো শিবপুর আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বহু গুণে বেড়ে গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৩৬টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে সংবাদ সম্মেলনে নতুন প্রার্থীদের নাম ঘোষণা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে সংবাদ সম্মেলনে নতুন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ঘোষিত এই প্রার্থীদের নাম প্রকাশ করেন।
কিন্তু নরসিংদী-৩ (শিবপুর) আসনে দল থেকে প্রাথমিকভাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কারও নাম ঘোষণা করা হয়নি। তাই আপাতত ওই আসনে বিএনপি প্রার্থীতা স্থগিত রয়েছে। এখানে বিএনপি থেকে মোট চারজন মনোনয়ন প্রত্যাশী প্রায় এক বছর যাবত গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ করে আসছেন। পাশাপাশি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বর্তমানে চারজনই উপজেলা সদরসহ প্রায় সবগুলো ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান করে যাচ্ছেন। তারা সকলেই বলছেন, হাই কমান্ড থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই তারা কাজ করবেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশায় দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলেছেন এই চার মনোনয়ন প্রত্যাশী।
তবে কেন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তা এখনো জানা যায়নি। শিবপুরের তৃণমূল নেতা-কর্মীরা মনে করেন দলের প্রধান অচিরেই নরসিংদী-৩ আসনে একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন বলে আশা করেন।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হারিছ রিকাবদার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।
এব্যাপারে শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার বলেন, 'দলের হাই কমান্ড থেকে এখনো কেন প্রার্থীর নাম ঘোষণা করছে না- এটা আমার জানা নেই। তবে আশা করি খুব শিগগিরই দলীয় হাই কমান্ড থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে আমি আশাবাী।'