নিজস্ব প্রতিনিধি: বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী শিবপুরের ঐতিহ্যবাহী পুটিয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
বুধবার দুপুরে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় দোকানপাট, পথচারী ও বাজারের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদুজ্জামান শাহেদ, পুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডা. জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও শাকিল খন্দকার, পুটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হবিব, সাধারণ সম্পাদক মশিউর রহমান বশিরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে মনজুর এলাহী বলেন, দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে বিএনপির উপস্থাপিত ৩১ দফাই পারে একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করতে। জনগণের সমর্থনে ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।
অন্যদিকে স্থানীয় নেতাকর্মীরা বলেন, এলাকায় বিএনপির প্রতি জনসমর্থন দিন দিন আরও জোরদার হচ্ছে। পুটিয়া বাজারের এ কর্মসূচি ছিল তারই প্রমাণ।