• নরসিংদী
  • শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৩ পিএম
নরসিংদীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো  এক ইজিবাইক চালকের। বুধবার  (১৬ মার্চ) দুপুর একটার দিকে সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের চ নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী বাসটার্মিনাল এলাকা থেকে ইজিবাইক নিয়ে সাহেপ্রতাপ মোড় এলাকায় যাচ্ছিলেন চালক। এসময় সাহেপ্রতাপ মোড় এলাকার তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নরসিংদী বাসস্ট্যান্ড অভিমুখী একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। বেপরোয়া গতি ও সড়কের ডানপাশে গিয়ে ট্রাকটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, 'নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই দুর্ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটককৃত ব্যক্তি ট্রাকের চালক না কী চালকের সহকারী তা নিশ্চিত হওয়া যায়নি।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ