• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে জমি নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত ৫


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২১ পিএম
শিবপুরে জমি নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত ৫
হামলায় আহতরা

নিজস্ব প্রতিনিধি 

নরসিংদীর শিবপুরে বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে হামলায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত  হয়েছেন। আহতরা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । উপজেলার বাঘাব ইউনিয়নের দক্ষিণ জয়মঙ্গল গ্রামে (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ জয়মঙ্গল গ্রামের মৃত সাফিজ উদ্দিন এর ছেলে হাবিবুর রহমান ও মৃত আক্কাস আলীর ছেলে আউয়ালের বাড়ির পাশে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত শুক্রবার সকালে আউয়াল ওই বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটতে গেলে হাবিবুর রহমান এতে বাধা নিষেধ করেন এতে ক্ষিপ্ত হয়ে আউয়াল ও তার ছেলে শরিফুল  ও শফিকুল বাড়ি থেকে দেশীয় অস্ত্র দা নিয়ে হাবিবুর রহমানের ওপর হামলা চালায়। এসময় হাবিবুর রহমানের ডাকচিৎকারে তার ছেলে নজল ইসলাম ও তার স্ত্রী আসমা বেগম এবং ভাই কফিলউদ্দিন  ছুটে গেলে তাদের ওপরও হামলা করে। দাঁড়ালো দায়ের আঘাতে রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় উভয় পক্ষ থেকে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, একই এলাকার মৃত সাফিজ উদ্দিন এর ছেলে হাবিবুর রহমানের ছেলে নজল ইসলাম ও তার স্ত্রী আসমা বেগম। হাবিবুর রহমানের ভাই কফিলউদ্দিন।অপরদিকে মৃত আক্কাস আলীর ছেলে আউয়াল।

এ ব্যাপারে আউয়ালের বাড়িতে গেলে আউয়ালের মেয়ে জানান, আমার বাবা ও ভাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

স্থানীয় ইউপি সদস্য ফাইজ উদ্দিন জানান এ ঘটনায় সংবাদ পেয়ে আমি ওখানে গিয়ে তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি।

বাঘাব ইউনিয়ন বিট অফিসার এসআই কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ