• নরসিংদী
  • শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না : খোকন  


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৪ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না : খোকন  

হলধর দাস : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির  সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এদেশের কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করবে না। সে জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ। বিএনপি যা অঙ্গিকার করে তা বাস্তবায়ন করে। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। 

তারেক রহমানের ৩১ দফা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে।  রাজনীতির মূল উদ্দেশ্য জনসেবা করা। জনগণের সুখে-দুঃখে বিএনপি তাদের পাশে থেকে কাজ করে। কারণ, জনগণই রাষ্ট্রের মালিক। জনগণ রাজনৈতিক সফলতার উৎস। জনগণকে বাদ দিয়ে অন্য কোনো চিন্তা যারা করেছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই বিএনপিকে যদি আপনারা আগামীদিনে ক্ষমতায় পাঠান তাহলে আপনাদের সকল দাবিদাওয়া বাস্তবায়নসহ দেশকে ঢেলে সাজানো হবে। 

ড্যাব নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ডাঃ মবিন এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতান। 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, সিভিল সার্জন ডা: সৈয়দ মুহাম্মদ আমিরুল হক শামীম, ড্যাব নরসিংদী জেলা শাখার ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ নুরুল্লাহ আল মাসুদ প্রমুখ। 

আলোচনা শেষে দেশব্যাপি ডেঙ্গুজ্বর ও চিকুনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। এছাড়া, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫ টি বুথের মাধ্যমে ২৬ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ