
স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় বিএনপির নেতা ইকবাল হোসেন শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করেছে সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটায় রাযপুরা সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবী করে পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিলের বের করে। পরে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নবগঠিত ওই কমিটি বাতিলের পাশাপাশি রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করে।
এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা স্লোগান দেন ‘অবৈধ কমিটি মানি না, মানব না’, 'শ্যামলের দুই গালে জুতা মারো তালে তালে'‘ত্যাগীদের মূল্যায়ন করতে হবে’,‘রাতের আধাঁরে পকেট কমিটি মানি না, মানব না’।
মিছিল শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ টিপু এক লিখিত বক্তব্যে বলেন, “গত ৯ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ইকবাল হোসেন শ্যামল ঢাকায় বসে রায়পুরা সরকারি কলেজ শাখার একটি পকেট কমিটি ঘোষণা করেন। আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছি— তাদের বাদ দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা তৃণমূল ছাত্রদলের পক্ষ থেকে এই পকেট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং ইকবাল হোসেন শ্যামলকেও রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
সংবাদ সম্মেলনে নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূঁইয়া কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, “আমাকে নবগঠিত কমিটিতে রাখা হয়েছে। যেই কমিটিতে আন্দোলন সংগ্রামী যারা মাঠে ছিল তাদের কাউকে না রেখে ফ্যার্সিবাদের দোসরদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে কারণ প্রকৃত, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। আমরা তৃণমূলের নেতাকর্মীরা এই অবৈধ কমিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।”
পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল রাতের আঁধারে তার পছন্দের কয়েকজনকে নিয়ে পকেট কমিটি গঠন করেছেন, যা ছাত্রদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
তারা দাবি জানান, এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখার , সভাপতি প্রার্থী মো. মুন্না আহম্মেদ, জোনাক আহম্মেদ, মারুফ আহম্মেদ, আকরাম, সজীব, সায়েম, রমান, রোহান, তুহিনসহ পদবঞ্চিত নেতাকর্মীরা।
এ বিষয়ে বিএনপি নেতা ইকবাল হোসেন শ্যামলের সাথে যোগাযোগ করলে প্রথমে তিনি এ ব্যাপারে কথা বলতে না করলেও পরে বলেন আমি ছাত্রদলের কেউ নেই অতএব জানার কথা নয় যারা পদ পেয়েছে আর যারা পদ পায়নি তারা সবাই আমার ছোট ভাই। যেহেতু সামনে নির্বাচন তাই হয়তো আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অনেকে অনেক রকম কোন কৌশল অবলম্বন করে এটা হয়তো তারই একটা অংশ।
উল্লেখ্য ইকবাল হোসেন শ্যামল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।