
মকবুল হোসেন : মাধবদী পৌরসভার কে-টি টেক্সটাইল ও আজগর আলী হাসপাতাল সংলগ্ন রাস্তা দ্রুত মেরামতের দাবিতে ১৬ জুলাই বুধবার দুপুর ১২টায় শিক্ষার্থী ও ভুক্তভোগী সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন মর্নিংসান স্কুল এন্ড কলেজের হাজারো শিক্ষার্থী সহ অত্র এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ। মর্নিংসান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মফিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের পৌরসভার অন্তর্গত কে.টি টেক্সটাইল (KT Textile) এবং আজগর আলী হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি খানাখন্দে পরিপূর্ণ হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, যা জনসাধারণের যাতায়াতে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, কারণ আজগর আলী হাসপাতালের মতো একটি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন অসংখ্য রোগীবাহী গাড়ী, সাধারণ ও মালবাহী গাড়ী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থী এই পথে যাতায়াত করেন। রাস্তার এই বেহাল দশার কারণে একদিকে যেমন দুর্ঘটনা ঘটছে।
অন্যদিকে জরুরি সেবা প্রদানেও মারাত্মক বিলম্ব হচ্ছে।মানববন্ধন শেষে মাধবদী পৌর সচিবের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।