• নরসিংদী
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:১৪ পিএম
নরসিংদীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
স্কুল ভবন

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাইম মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম মিয়া কুমিল্লার বুড়িচংয়ের মো. আজাদ মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় আরও কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

স্থানীয় লোকজন ও শ্রমিকরা জানান, ভবনটির মালিক মোমতাজ উদ্দিন আহম্মেদ চারতলা ভবনজুড়ে 'নরসিংদী সানবিম স্কুল' নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালান। ভবনটির পাঁচতলার সম্প্রসারণের কাজ চলছিল। রোববার সকাল থেকে নাইমসহ আরও কয়েকজন শ্রমিক ভবনটির সেন্টারিংয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে কাজ করার মধ্যেই অসাবধানতাবশত পা ফসকে নাইম চারতলার ওপর থেকে মাটিতে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান নাইম।

আহত অবস্থায় কয়েকজন সহযোগী শ্রমিক ও স্থানীয়রা নাইমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা নাসরিন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, 'বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জেনেছি। এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ