নরসিংদী প্রতিনিধি : নরসিংদী- (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ইব্রাহিম ভুঁইয়ার দাঁড়িপাল্লার সমর্থনে এক বিশাল গণ মিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী তিতাস গ্যাস কার্যালয়ের সামনে থেকে বের করা হয়।
তিতাস গ্যাস কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলখানা মোড়, উপজেলা মোড়, বটতলা, আল্লাহ চত্বর হয়ে নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বর এলাকায় এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের কে নানা রকম স্লোগান দিতে শোনা যায়- "ইব্রাহিম ভাইয়ের সালাম নিন," দাঁড়িপাল্লায় ভোট দিন," "যোগ্য ব্যক্তির মার্কা দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা, " "তোমার আমার মার্কা, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা," "সব দেখেছি বার বার দাঁড়িপাল্লা এইবার" যোগ্য দেখে পক্ষ নিন ইব্রাহিম ভাইয়ের দাঁড়িপাল্লায় ভোট দিন।"
গণমিছিলে বাংলাদেশ জামাতে ইসলামীর দলীয় নেতা কর্মী ছাড়াও ইব্রাহিম ভূঁইয়ার দাঁড়িপাল্লার শত শত সমর্থকরা অংশ নেয়। মিছিলে স্লোগান স্লোগানে সড়কগুলো চারপাশ মুখর হয়ে ওঠে। গণমিছিলটব মাগরিবের নামাজের আগে শহরের শাপলা চত্বর এলাকায় এসে শেষ হয়। পরে নামাজের বিরতি শেষে। সেখানে দাঁড়িপাল্লার সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী-১ (সদর) আসনের বাংলাদেশ জায়ামাত ইসলামি মনোনীত প্রার্থী প্রার্থী মো. ইব্রাহিম ভূঁইয়া।
নরসিংদী শহর নং ওয়ার্ড জায়ামাত ইসলামের সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, প্রচার সেক্রেটারি অ্যাড. আমিরুল ইসলাম, নরসিংদী সদর শাখার আমির মাহফুজ ভূইয়া, স্থানীয় জায়ামাত নেতা মো. তাজুল ইসলাম, নরসিংদী শহর শাখার আমির মো. আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. তৌহিদুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী সদর আসনে দাঁড়িপাল্লার কান্ডারী মো. ইব্রাহিম ভূঁইয়া বলেন, আজ সকল স্তরের মানুষের একটি কথা "আমরা এবার পরিবর্তন চাই। যে পরিবর্তন ইসলামের পক্ষে, আল-কোরআনে পক্ষে। আগামীতে জাতীয় সংসদে এদেশের মানুষ ইসলামী আদর্শের দলকে পাঠাতে চায়। এবার এদেশে গনবিস্ফোরণ গঠবে ইনশাল্লাহ।
তিনি বলেন, আমাদের এ স্বপ্নের নরসিংদীকে কোন লুটেরা, স্বৈরাচার, দস্যু, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের হাতে আমরা তুলে দিতে পারি না। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা। একটি ফ্যাসিস্ট গোষ্ঠী এদেশকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিল। নআমাদের দেড় হাজার সন্তানেরা জীবন দিয়েছে, ৫ শতাধিক লোক জীবনের মত পঙ্গু হয়েছে, ২২ হাজার মানুষ আহত হয়েছে। এত রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ নতুন কোন ফ্যাসিস্টদের হাতে আমরা তুলে দিতে পারি না।
মো. ইব্রাহিম ভূঁইয়া বলেন, আমাদের নরসিংদীর এক নেতা বলেছেন তারেক রহমানের ৩১ দফা নাকি মদিনার সনদ। এই কথার প্রসঙ্গে আজ আপনার কাছে প্রশ্ন, বালু খাওয়া নিয়ে আলোকবালিতে আপনারা ৩ জনকে হত্যা করেছেন এটা কি মদিনা সনদে আছে? আপনাদের আভ্যন্তরিন দ্বন্দ্বে জেলখানা মোড়ে ছাত্রদলের দুজনকে হত্যা করেছেন এটা কি মদিনা সনদে দেয়া আছে? পাঁচদোনা মোড়ে টেম্পু স্ট্যান্ড দখল করতে গিয়ে যে দুজনকে খুন করেছেন এটা কোন মদিনা সনদে আছে? বালু খেকোদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিক আইয়ুব খানকে পিটিয়ে হাসপাতালে পাঠাইছেন এটা কোন মদিনা সনদে লেখা আছে? এবার মানুষ বুলেট এর জবাব দিবে ব্যালটের মাধ্যমে।
ইব্রাহীম ভূঁইয়া বলেন, যারা জোর করে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট জবর দখলের মাধ্যমে ভোট কেন্দ্র যারা দখল করতে আসবে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। নরসিংদী সদরে জায়ামাতে ইসলামীর ২০ হাজার কর্মী কেন্দ্র পাহারা দিবে। বিজয় না নিয়ে আমরা কেন্দ্র থেকে ফিরে যাব না।