• নরসিংদী
  • শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

ফজলুল হক প্রেসিডেন্ট ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২১ পিএম
ফজলুল হক প্রেসিডেন্ট ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত

মকবুল হোসেন : নরসিংদী জেলার মাধবদীতে রোটারী ক্লাব মাধবদীর  কলার হ্যান্ডওভার এ্যান্ড ট্যাকওভার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ আগস্ট রাতে মাধবদীর স্থানীয় স্বনামধন্য একটি রেস্টুরেন্টে এই কলার হ্যান্ডওভার এ্যান্ড ট্যাকওভার অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব মাধবদী ডি-৬৫ এর ২০২৫-২৬ইং সেশনের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সেখেরচর বাসস্টেন্ড জামে মসজিদের সেক্রেটারী, সেক্রেটারী রোটারিয়ান এ.কে.এম. ফজলুল হক বাচ্চু(পিএইচএফ)। সেক্রেটারী  নির্বাচিত হয়েছেন ব্রাদার্স ডাইং এর পরিচালক রোটারিয়ান এমদাদুল হক(পিএইচএফ)।

এসময় উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি,  আল আমিন ফেব্রিক্স এর এমডি রোটারিয়ান মোহাম্মদ  আল-আমিন রহমান(এমপিএইচএফ), ইলেক্ট প্রেসিডেন্ট, নরসিংদী চেম্বার অব কামার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটানিয়ান আব্দুল কাইউম মোল্লা(পিএইচএফ), পাস প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব  রফিকুল ইসলাম(পিএইচএফ), ইমিডিয়েট সেক্রেটারী রোটারিয়ান আব্দুল হামিদ(পিএইচএফ), রোটারিয়ান আনোয়ার হোসেন মোল্লা, রোটারিয়ান এমদাদ হোসেন রানাপ্রমূখ। উল্লেখ্য  সংগঠনটি মাধবদী এলাকায়  বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। মানবতার সেবায় সর্বদা  দুঃখী  অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে সংগঠনটি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ