
স্টাফরিপোর্ট: নরসিংদীর শিবপুরে পুলিশের পোশাক পরে লুণ্ঠিত ফ্রেশ কোম্পানির ১৮৫ বস্তা চালসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য তিন লাখ ৭০ হাজার টাকা। এ সময় পুলিশের এক সেট পোশাক, এক জোড়া বুট, ১টি ক্যাপ, ১টি বেল্ট এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী এলাকা থেকে ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাক উদ্ধার করা হয়।
সোমবার (২১ জুলাই) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান শিবপুর মডেল থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এসময় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসাইন উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত ডাকাতরা হল, নরসিংদীর মাধবদী থানার তারা মিয়ার ছেলের হৃদয় মিয়া (৩২), খিদিরপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে আকাশ দাস (৩০) এবং হরি চন্দ্র কৃষ্ণ দাশের ছেলে হৃদয় চন্দ্র দাস (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই রাতে বগুড়া জেলার সদর উপজেলার মাটিডালি (নিশিন্দরা) বাজার থেকে ফ্রেশ কোম্পানির ৬০০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার আনন্দবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। পরে নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর ব্রিজের কাছে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে পুলিশের পোশাক পরিহিত কয়েক জন ডাকাত কৌশলে ড্রাইভার ও হেলপারকে নামিয়ে চালসহ ট্রাকটি নিয়ে যায়। এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করলে ব্যাপক পুলিশী তৎপরতায় তিন দিনের মাথায় লুণ্ঠিত ট্রাকসহ মালামাল উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। বাকি ডাকাতদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার জানান।