• নরসিংদী
  • শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী বাজারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে দোকানপাট বন্ধ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:২৮ পিএম
নরসিংদী বাজারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে দোকানপাট বন্ধ

হলধর দাস  : নরসিংদী বড় বাজারের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাজারের দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী বাজারের সুতাপট্টির মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর বাজারে সকল দোকান-পাট বন্ধ হয়ে য়ায়।

সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী রাকিব সরকার নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের ছেলে। অপরদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে তারা হলেন, নরসিংদী সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হান্নান সরকারের ছেলে, বাজারের ইজারাদার সিজার সরকার ও তার অনুসারী সাটিরপাড়া এলাকার সন্ত্রাসী সবুজসহ অজ্ঞাত ১০/১২ জন।

নরসিংদী বাজার বণিক সমিতি সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে নরসিংদী বাজারের গাছ বিক্রেতাদের কাছে খাজনার টাকার জন্য লোক পাঠায় সিজার সরকার। এ সময় ব্যবসায়ীরা বিষয়টি বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারকে জানায়। তিনি সিজার সরকারকে ফোন দিয়ে জানায়, আগামী  রবিবার আপনার বিষয়ে নরসিংদী পৌর প্রশাসকের সাথে কথা বলা হবে। এরপর খাজনার টাকা সংগ্রহ করবেন। 

এর কিছুক্ষণ পরে সিজার আবারও লোক পাঠায় খাজনা আদায়ের জন্য। এ সময় ঐ লোকদের সাথে রাকিব সরকারের বাগ বিত-া হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বকেয়ার টাকা আদায়ে রশিদ হাতে নিয়ে বের হন রাকিব সরকার। নরসিংদী বাজারের তরকারি পট্টিতে বকেয়া টাকা আদায়কালে সন্ত্রাসী সবুজের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী রাকিবকে তুলে বাজারের সুতা পট্টির মোড় সিজার সরকারের গদিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে মারধর সহ তার সাথে থাকা বকেয়া আদায়ের প্রায় ১৮ লক্ষ টাকা, মোবাইল ফোন সহ রশিদ ছিনিয়ে নেয়। এ ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা সকল দোকানপাঠ বন্ধ করে প্রতিবাদ জানায় এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় ব্যবসায়ীরা কঠোর কর্মসূচী গ্রহণ করবে বলে জানান। 

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী সবুজের নেতৃত্বে আমার ছেলে রাকিবকে তুলে নিয়ে যায় এবং তাকে মারধোর করে। এসময় তার সাথে থাকা প্রায় ১৮ লক্ষ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। 

এব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, আগামী ৯ আগস্ট নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্যে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ