স্টাফ রিপোর্ট: নরসিংদী ও গাজীপুরে ট্রেনে কাটা পড়া দুইজনের মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৭ টায় গাজীপুরের কালীগঞ্জ থানার দোলাবাড়ি এলাকা থেকে ইদ্রিস মিয়া (২০) ও সকাল ৯ টায় নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকা থেকে জুয়েল ভূইয়া (৪৫) নামে ট্রেনে কাটা পড়া অপর ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
নিহত ইদ্রিছ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বেনুয়া এলাকার নয়ন মিয়ার ছেলে এবং জুয়েল রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেস ভূইয়ার ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দোলাবাড়ি এলাকায় রেললাইনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পড়ে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে নরসিংদী ফাড়িঁতে নিয়ে আসে। পরে স্বজনরা খবর পেয়ে ফাঁড়িতে এসে মরদেহ ইদ্রিসের বলে শনাক্ত করে। তবে কখন কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি।
এদিকে সকাল ৯ টায় রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেসের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই জুয়েল নামে এক ব্যক্তি মারা যায়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাড়িঁতে নিয়ে আসে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা পৃথক স্থানে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে এসেছি। মেথিকান্দায় নিহত জুয়েল মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।