• নরসিংদী
  • মঙ্গলবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে ইমনের বাড়িসহ ৩ টি বাড়ির খড়ের গাদায় আগুন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১৯ পিএম
পলাশে ইমনের বাড়িসহ ৩ টি বাড়ির খড়ের গাদায় আগুন 

স্টাফ রিপোর্টার : নরসিংদীতে ২৪'র জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ পলাশের ইমন হোসেনের বাড়ির খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচরপাড়া গ্রামে এ ঘটনা ঘটায়। এসময় আশে পাশের আরও দুটি বাড়ির খড়ের গাদায়ও আগুন দেয়  দুর্বৃত্তরা।

আগুন দেওয়ার খবরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। পরিদর্শনকালে এলাকায় নিরাপত্তা জোরদারে করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা প্রথমে হিরন মিয়ার বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটায়। পরে শহীদ ইমন ও মনা মুন্সির বাড়ির খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় মসজিদের মাইকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী একত্রিত হয়ে নিজেদের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। পর পর তিনটি পৃথক স্থানে আগুন দেওয়ার ঘটনায় চরম আতঙ্কের এবং উৎকণ্ঠার মধ্যে রাত্রি যাপন করেন এলাকাবাসী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ আল মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শহীদ ইমনের পরিবারের সদস্যসহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ