শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবদল নেতা নিহত ও তিনজন আহত হয়েছেন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শিবপুর - মনোহরদী আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আমিনুল ইসলাম (৫০)। তিনি মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের আসরব আলীর ছেলে। আমিনুল ইসলাম চালাকচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চালাকচর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, 'খবর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।'