• নরসিংদী
  • সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

হযরত কাবুল শাহ স্কুল পরিদর্শন করেন সচিব ড. এ কে এম অলি উল্যা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:২২ পিএম
হযরত কাবুল শাহ স্কুল পরিদর্শন করেন সচিব ড. এ কে এম অলি উল্যা 

স্টাফ রিপোর্টার: নরসিংদী সদরের হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুল পরিদর্শন করেছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রথম সভাপতি ও নরসিংদীতে  তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া'র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ কে এম অলি উল্যা। ৯ মে তিনি এ পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ, পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস হোসেন খান, সহকারী কমিশনার ও স্কুলের অধ্যক্ষ এ এইচ এম আজিমুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে  মনজিল এ মিল্লাত, মোঃ মোস্তফা মিয়া, আমিনুল ইসলাম বাবুল খন্দকার, আবুল হাসেম মাস্টার  এবং সাংবাদিক হলধর দাসসহ স্কুলের শিক্ষকবৃন্দ। 

ড.এ কে এম অলি উল্যা ১৯-১২-২০১১ থেকে ১১-১১-২০১৩ সাল পর্যন্ত প্রি স্কুলের অধ্যক্ষ ও মাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। 
তিনি হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুলের  প্রতিষ্ঠাকালীন  সময়কার প্রেক্ষাপট স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। 
তৎকালীন সময়ে নরসিংদী শহরতলীর সবচাইতে অবহেলিত এলাকা ছিলো তরোয়া মাজার এলাকা। এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। মাজার এলাকার পরিবেশও ভালো ছিল না।

এ নিয়ে  বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক লেখালেখিও হয়েছিলো। লেখালেখিতে তা নজরে আসে তৎকালীন জেলা প্রশাসক মহোদয়ের। পরে বিশেষ উদ্যোগে মাজারের পরিবেশ উন্নয়নের জন্য তৎকালীন জেলা প্রশাসক মোঃ ওবাদুল আজম এখানে  হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুল'টি চালু করেন। শুরুতে  তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ড. এ কে এম অলি উল্যাকে স্কুলের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব প্রদান করেন। 

অতিরিক্ত সচিব ড. এ কে এম অলি উল্যা স্কুলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার জন্য জেলা প্রশাসক, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে  প্রতিষ্ঠানটির উন্নয়নের এগিয়ে আসার আহ্বান জানান। 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ