• নরসিংদী
  • শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ দোকান পুড়ে ছাই


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৪৩ পিএম
মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ দোকান পুড়ে ছাই

মকবুল হোসেন : মাধবদী পৌরসভার মুদি পট্টি তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আজ ৪ জুলাই শুক্রবার ভোর ৫টার সময়। মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে বাজারের প্রায় ৪০টি দোকান আগুনে পোড়ে যায়। আগুনে পোড়া দোকানের মধ্যে রয়েছে স্বর্ণের দোকান, মুদি মনোহরী দোকান, ইলেকট্রনিকসের দোকান, পান সুপারির দোকান, চিঁড়া- মুড়ির দোকান। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ২০কোটি টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে।

দোকান মালিকরা জানায়, প্রতিদিনের মতো আজও দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোর ৫টার দিকে সংবাদ পেয়ে বাজারে এসে দেখি আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব। 

মাধবদী ফায়ার ষ্টেশন অফিসার মোঃ রায়হান জানান, আমরা ৫টা ১২ মিনিটে সংবাদ পেয়ে নরসিংদী ও পলাশ ফায়ার ষ্টেশনের সহযোগিতায় ৬টা ৪২মিনিটে কিছুটা নিয়ন্ত্রণে এনে সকাল ১০টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরোপন করা সম্ভব হয়নি।

 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ