• নরসিংদী
  • শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে রাস্তার উপর বাড়ি নির্মাণের অভিযোগ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৩২ পিএম
শিবপুরে রাস্তার উপর বাড়ি নির্মাণের অভিযোগ 

স্টাফ রিপোর্ট: শিবপুর-দুলালপুর রোড থেকে ঢাকা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের সংযোগ রক্ষাকারী দক্ষিণ দিকে ইটের সলিং করা রাস্তার উপর পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এই রাস্তাটির অবস্থান হলো শিবপুর সড়ক ও জনপদ অফিসের ২০০ গজ পশ্চিমে। 

বাড়িটি নির্মাণ করছেন আরিফ নামের এক লোক। রাস্তার উপর বাড়ি নির্মাণের না করার জন্য  এলাকাবাসী বাধা নিষেধ করলেও তা অপেক্ষা করে বাড়ির নির্মাণ কাজ চলমান রয়েছে। তাছাড়া এ ব্যাপারে একটি মামলাও দায়ের করেছেন স্থানীয় হাজী সুরুজ মিয়া। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকশো পরিবারের লোকজন যাতায়াতের সুবিধার্থে শিবপুর পৌরসভা কর্তৃক ১০ ফিট প্রশস্ত একটি রাস্তার নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। আর এই লক্ষ্যে দুলালপুর রোড থেকে আরিফ মিয়ার টিনশেড বাড়ি পর্যন্ত ১০ ফিট রাস্তার মধ্যে ইটের সলিং দেওয়া হয়। 

এলাকাবাসীর সূত্রে আরও জানা গেছে, পৌরসভা কর্তৃপক্ষ জানিয়ে দিয়ে গেছেন যে, এই রাস্তার দুই পাশে যারাই নতুন করে বাড়ি ঘর করবেন তারা যেন ড্রেনসহ ১০ ফিট রাস্তা রেখে বাড়ির কাজ করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে আরিফ মিয়া রাস্তার উপর বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে করে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। 

এ ব্যাপারে জানার জন্য আরিফ মিয়ার মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ