• নরসিংদী
  • শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম
শিবপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 
ঘোড়দৌড় প্রতিযোগিতা

শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে মজলিশপুর যুবসমাজের উদ্যোগে শুক্রবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয় একটি মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনর রশীদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইঁয়া রাখিল। 

উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খানের সার্বিক পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় তিনটি দলে বিভক্ত করে নয়টি দৌড় দেওয়া হয় । প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ছোটদল: প্রথম স্থান অধিকার করেছেন মিলন ব্যাপারি (বড়দিয়া)  ২য়  হয়েছেন শফিকুল (একদুরিয়া),৩য় হয়েছেন আব্দুল বাতেন (বড়চাপা) মাঝারি দল: প্রথম স্থান অধিকার করেছেন জামান (বড়চাপা), ২য় হয়েছেন সবুজ বাংলা (পাকুন্দিয়া) ৩য় হয়েছেন শামসুল ( মোহরপাড়া)।

বড় দল:প্রথম স্থান অধিকার করেছেন সবুজ বাংলা (পাকুন্দিয়া), ২য় হয়েছেন জব্বার (কিশোরগঞ্জ) ৩য় হয়েছেন হৃদয় বাংলা (কটিয়াদী) । পরে প্রতিযোগিদের মাঝে খাশি,ওয়াল ফ্যান ও মোবাইলসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।

 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ