• নরসিংদী
  • শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০২ পিএম
নরসিংদীতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা 

হলধর দাস :: নরসিংদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক প্রস্তুতিমূলক সভা নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । 

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন
চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নরসিংদী সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আবু সিদ্দিক, নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. আমীরুল হক শামীম, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাবেক সভাপতি নিবারণ রায়, বিএনপি নেতা গোলাম কবির কামাল, এনসিপি নেত্রী এ্যাড. শিরিন আক্তার শেলী, জামায়াত নেতা অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ। 

রায়পুরা, বেলাব, শিবপুর, মনোহরদী, পলাশ ও নরসিংদী সদরসহ জেলার পূজা উদযাপন ফ্রন্টের এবং উদযাপন পরিষদ, বিভিন্ন মন্দির ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবছর নরসিংদী জেলায় ৩৬০টি মন্ডপ ও মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। 
নরসিংদী সদর ও মাধবদীতে ১০৪, পলাশ ৪৩, শিবপুর ৭২, বেলাব ২৫, মনোহরদী ৫২ এবং রায়পুরায় ৬৪টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ