• নরসিংদী
  • বুধবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ;   ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

জুলাই পুনর্জাগরণ,  নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২২ এএম
জুলাই পুনর্জাগরণ,  নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচি 

হলধর দাস : জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) প্রতীকী ম্যারাথন সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন অন্যান্য সংগঠন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো জুলাই আন্দোলনে  নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুইয়া তাহমিদ, শহীদ মোঃ ইমন হোসেন, ডাঃ সজীব সরকার সহ শহীদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। 

শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, মৌন মিছিল, কালোব্যাজ ধারণ উল্লেখযোগ্য। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত "প্রতীকী ম্যারাথন "সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী'র নেতৃত্বে নরসিংদী পৌরসভা নরসিংদী পৌরসভার সামনের চত্বর থেকে শুরু করে বৌয়াকুড়, ব্রাহ্মন্দী,বানিয়াছল হয়ে নরসিংদী জেলা প্রশাসন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় ম্যারাথনে পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা পশাসক(সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী ম্যারাথন গ্রুপের এডমিন আক্তারুজ্জামান,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-ছাত্র, জুলাই আন্দোলনের নেতা সমন্বয়ক, বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত লোক অংশগ্রহণ করে।  

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংক্ষিপ্ত আলোচনা শেষে  জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ১০ জন পুরুষ ও ১০জন মহিলা বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, বিশেষ অতিথি সিভিল সার্জন  ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, শহীদ ন তাহমিদ ভুইয়া তাহমিদ এর ওিতা মো: রফিকুল ইসলাম, নরসিংদী ম্যারাথনের এডমিন মোঃ আক্তারুজ্জামান, রায়পুরা ম্যারাথনের এডমিন মোঃ সবুজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রত্যেকের শারীরিক সুস্থ্যতা ঠিক রাখতে আগামী শুক্রবার(২৫ জুলাই) থেকে প্রতি শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসক প্রাঙ্গনে নিয়মিত ম্যারাথন চালিয়ে যাবার ঘোষণা দেন। 
ম্যারাথনে মহিলাদের মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ফাহমিদা আক্তার,গাউছিয়া আক্তার ও তাছলিমা। 

পুরুষদের মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে কাদের খান, শাকিল ও জালাল। 
অপরদিকে, শুক্রবার(১৮ জুলাই)নরসিংদী জেলা বিএনপির কর্মসূচি পালনের মধ্যে ছিলো -
১. সকল ৯ টায় - শহীদ মোঃ ইমন হোসেনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। স্থান - দড়িচর, গজারিয়া, পলাশ।

.সকাল ১০ টায় - শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। স্থান - চিনিশপুর, নরসিংদী। বেলা ১১ টায় - শহীদ তাহমিদ ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। স্থান - এন কে এম হাই স্কুল এন্ড হোমস।
 দুপুর ২টায় - শহীদ ডাঃ সজীব সরকারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। স্থান - হাঁটুভাঙ্গা, রায়পুরা।

 বিকেল ৪ টা - জুলাই শহীদের স্মরণে দোয়া মাহফিল। স্থান - সাটিরপাড়া শহীদ মিনার, নরসিংদী।
 বিকেল ৫ টা - মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ। 
স্থান - সাটিরপাড়া শহীদ মিনার, নরসিংদী। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ