• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে পৌর বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা : প্রতিবাদে বিক্ষোভ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫৮ এএম
শিবপুরে পৌর বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা : প্রতিবাদে বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে পৌর বিএনপির নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবপুর উপজেলার বানিয়াদী চত্বরে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল  ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবপুর পৌর বিএনপি আয়োজিত সমাবেশে হামলা ভাংচূরের শিকার হওয়া শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল , সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সহ-সভাপতি আসাদুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক নুরুদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কমল কাজীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শিবপুর উপজেলা যুবদলের আহব্বায়ক সফিকুল ইসলাম মৃধা দলীয় নেতা-কর্মীদের উপরই হামলা-ভাংচূর নির্যাতন চালিয়েছে । যাহা মোটেও কাম্য নয়, দীর্ঘদিন পরে স্বৈরাচার মুক্ত হলেও দলীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দল এবং দলের বাইরের দূস্কৃতিকারীদের রুখতে হবে। অন্যথায় ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা বিনষ্ট হবে। অচিরেই এমন ব্যক্তিদের দল থেকে বহিস্কারসহ সংকট নিরসনেরও আহব্বান জানায় নেতৃবৃন্দ।

শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বলেন, সফিকুল ইসলাম মৃধা আমাদের দেখে মশকারি করতেন এখন ও কি আমরা মাঠে আছি কিনা। সে স্বৈরাচারী সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করেছে। আর এখন ক্ষমতার পট পরিবর্তনে সে আমার ও সভাপতির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর চালিয়েছে। আমি এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানাচ্ছি।
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ