• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত পাঁচ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:০০ পিএম
রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত পাঁচ 
লাশের প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম‍্যানের সমর্থকদের মধ‍্যে সংঘর্ষে  গুলিবিদ্ধ হয়ে হায়দার আলী ওরফে সবুজ (২৮) নামে একজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশগাড়ি বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

নিহত হায়দার আলী ওরফে সবুজ বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার কালাকাজী বাড়ির হানিফ মিয়ার ছেলে।  তিনি বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থক। সে বাঁশগাড়ি বাজারে ইজিবাইক সিরিয়ালম্যান হিসেবে কাজ করতেন। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ চলা আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত ৩ ডিসেম্বর পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকেরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। অভিযোগ উঠেছে, রবিবার তারা বাঁশগাড়ি এলাকায় ফিরে অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের এলাকা ছাড়া করার জন্য হামলা চালায়।

এ সময় বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের কিছু সমর্থক এলাকা ছেড়ে পালিয়ে যান। 

পরে আশরাফুল হকের সমর্থকেরা বাঁশগাড়ি বাজার এলাকায় গিয়ে হায়দার আলী ওরফে সবুজসহ অন‍্যান‍্য লোকজনকে এলোপাতাড়ি
গুলি করতে থাকে। এ সময় প্রতিপক্ষের গুলিতে আহত হয় সবুজসহ আরো পাঁচজন। 

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ সবুজকে  উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে  কর্তব্যরত চিকিৎসক শেলি রানী দাম তাঁকে মৃত ঘোষণা করেন।  অন‍্যান‍্য আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির বলেন, ‘আশরাফুলের লোকজন কয়েক দিন যাবৎ আমার লোকজনকে এলাকা ছাড়ার চেষ্টা করে আসছে। রবিবার তাদের ধাওয়া খেয়ে আমার লোকজন অন্যত্র চলে যায়। সবুজ নামে আমার এক সমর্থককে একা পেয়ে গুলি করে তারা।’ 

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের  মোবাইল ফোনে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়। 
 
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মীর মাহবুব এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিনের চলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এখন পর্যন্ত সংঘর্ষ চলমান। সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করছে পুলিশ। জানতে পেরেছি গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণ করেছেন।’ 

উল্লেখ্য, বাঁশগাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে  বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকের মাঝে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে কয়েক দফায় উভয় পক্ষের সমর্থকদের মাঝে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে।  ওই সকল সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহতও হয়েছেন।

দীর্ঘদিনের চলা দ্বন্দ্বের অবসানে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি গত ১৬ নভেম্বর এক সভায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ উভয় পক্ষের লোকজনকে ঝগড়া না করার শপথ পাঠ করান। তারপরও এ নিয়ে গত এক মাসে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এদিকে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশ সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ