• নরসিংদী
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় আসামির দায়ের কোপে দুই পুলিশ আহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৩ পিএম
রায়পুরায় আসামির দায়ের কোপে দুই পুলিশ আহত
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা থানার  ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে আসামির দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এরা হলেন উপপরিদর্শক মো: আরিফ রাব্বানী (৩৫) ও পুলিশ সদস্য মো: আল আমিন (৪০)। তারা দুই জনই রায়পুরা থানায় কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা থানার উপপরিদর্শক মো: আরিফ রাব্বানী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ডাকাতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী স্বপন মিয়া অলিপুরার জাহাঙ্গীরনগর এলাকায় অবস্থান করছে। এরপর তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্বপন মিয়াকে গ্রেফতারের জন্য ওই গ্রামে যায়।

এসময় ওয়ারেন্টভূক্ত আসামী স্বপন মিয়া তার নিজের ঘরেই অবস্থান করছিলেন। ঘরে ঢুকে স্বপনকে গ্রেফতার করতে গেলে তার পরিবারের লোকজনের সাথে আরিফ রাব্বানীর ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে স্বপন ঘরে থাকা দা দিয়ে উপপরিদর্শক আরিফ রাব্বানীর মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন পুলিশ সদস্য মো: আল আমিন।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা আহত অবস্থার তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আরিফ রাব্বানীর অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। আহত মো: আল আমিন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

রায়পুরা থানা সূত্রে জানা গেছে, স্বপন মিয়ার নামে রায়পুরা থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে উপপরিদর্শক আরিফ রাব্বানী ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে গিয়েছিলেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আসামি স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ