• নরসিংদী
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে দোকান ঘরের চাল কেটে চুরি : চোর গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৮ পিএম
মনোহরদীতে দোকান ঘরের চাল কেটে চুরি : চোর গ্রেফতার
গ্রেফতারকৃত চোর

স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীতে দোকান ঘরের চালা কেটে চুরির ঘটনার জড়িত মো. আল আমিন (২৭) নামে এক চোরকে ৩০ ঘণ্টার মধ্যে  গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) পার্শ্ববর্তী গাজীপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৯ নভেম্বর) নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন'র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃত মো. আল আমিন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মামুর উদ্দিন গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সে পলাশ থানায় করা মামলায় তিন বছরের সাজা খেটে ২০২১ সালে নরসিংদী জেলখানা থেকে মুক্ত হয় বলে জানা যায়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামের শেখ নুরুজ্জামানের ছেলে শেখ মো. জাকির হোসেন'র মালিকানাধীন হাতিয়াদিয়া বাজারে  "ফ্যামিলি মার্চ" নামে মোবাইল ব্যাংকিং, ফ্লেক্সিলোডসহ একটি স্টেশনারি দোকান রয়েছে। গত রবিবার (৬ নভেম্বর) জাকির হোসেনের ভাতিজা সাইফুল ও দোকানের কর্মচারী রিফাত রাত সোয়া ১০টার দিকে দোকানঘর বন্ধ করে বাড়ি চলে যায।

সোমবার সকাল আটটার দিকে কর্মচারী রিফাত দোকান ঘর খুলে ভিতরে ঢুকে কাগজপত্র মেঝেতে এলোমেলো পড়ে আছে এবং দোকান ঘরের টিনের চালা কাটা অবস্থায় দেখতে পায়।  এ সময় সে দোকানের ক্যাশ বাক্স হাতিয়ে দেখতে পায়, নগদ ৩০ হাজার টাকা ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মোবাইল কোম্পানির ক্র্যাচ কার্ড, ৫ হাজার টাকা মূল্যের দুটি সিম কার্ডসহ একটি ট্যাব ও দুটি সিমসহ ১ হাজার ৫০০ টাকা স‍্যামসাং মোবাইল ফোন, ৩০ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও ৩ হাজার টাকার বিভিন্ন পারফিউম চুরি যায়।

দোকান ঘরের এই চুরির ঘটনায় মালিক শেখ মো. জাকির হোসেন মনোহরদী থানায় একটি মামলা দায়ের করলে বিষয়টি নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম'র নজরে আসে। পরে তার দিক নির্দেশনায় তদন্তে নামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নরসিংদী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে উপ পরিদর্শক  (নিঃ)নঈমুল ইসলাম মোস্তাক, উপ পরিদর্শক (নিঃ) সফি উদ্দিন , সহকারী উপ পরিদর্শক (নিঃ) রাহুল মজুমদারসহ জেলা ডিবি পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত মোঃ আল-আমিনকে ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে চোরাইকৃত বিভিন্ন ব্রান্ডের ৪৭ প্যাকেট সিগারেট, ১টি  মোবাইল সেট, ১টি ট্যাব, বিভিন্ন কোম্পানীর মোবাইল রিচার্জের ক্র্যাচ কার্ড, টিন কাটার কাচি, চুরি যাওয়া ২ হাজার ৫১০ টাকা উদ্ধার করেন।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ