• নরসিংদী
  • শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪২ পিএম
নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হলধর দাস: পরিবেশ দূষণের দায়ে নরসিংদী জেলার দুইটি শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।  

বুধবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়ে শিল্প প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করে। 

পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটিরং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মেহের নিগার তনু নরসিংদী জেলায় এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানের শিকার প্রতিষ্ঠান দুটি হলো, ক্যাপিটাল বোর্ড মিলস লিঃ, সান্তানপাড়া, পলাশ, নরসিংদী ও কুমিল্লা ডাইং এন্ড প্রিন্টিং মিলস্(নতুন নাম পারিজাত টেক্সটাইল), বাগহাটা, নরসিংদী সদর, নরসিংদী। 
প্রতিষ্ঠান দুটি  তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে নির্গমণের দায়ে তাদের  গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে পল্লী বিদ্যুৎ সমিতি নরসিংদী ১ ও ২, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী(পুলিশ সদস্য) সার্বিক সহযোগিতা করেন। এসময়ে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ