• নরসিংদী
  • শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:২৫ পিএম
নরসিংদী হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার 

হলধর দাস: নরসিংদী শহরের বাসাইল এলাকার একটি প্রাইভেট হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) দুপুরে চুরি হওয়া নবজাতকটি ওইদিন রাত দুইটার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী থেকে চোরসহ দুই দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। 

নবজাতকের স্বজনরা জানান, নরসিংদী শহরের বাসাইল এলাকার "ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল " থেকে তাদের নবজাতকটি চুরি হয়। ওই নবজাতক  শিবপুর উপজেলার বাড়ৈ আলগী এলাকার সিএনজি চালক শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। 

দুপুরে নবজাতকের নানী বাথরুমে যাওয়ার সুযোগে এক অপরিচিত নারী নবজাতকটি নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে নবজাতকটি উদ্ধার করে । 

নবজাতকের বাবা শরীফ হোসেন জানান, শনিবার (৯ আগস্ট) তার স্ত্রী মিথিলা ছেলে সন্তান প্রসব করেন। রবিবার দুপুরে এক নারী তার বাচ্চাটি চুরি করে পালিয়ে যান। এরপর পুলিশ উদ্ধার করে। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশু চুরি করা ওই নারী নিজেকে রোগীর আত্মীয় পরিচয় দিয়েছিলেন। তিনি বেশ কিছু সময় সেখানে ছিলেন এবং শিশুটি তার কোলে ছিল। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক বলেন, বাচ্চাটি চুরি হওয়ার সংবাদ ও অভিযোগটি আমলে নিয়ে পুলিশ অভিযান শুরু করে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তারা নবজাতকটি রাতেই উদ্ধার করতে সক্ষম হয়। 

তিনি আরো বলেন, নবজাতকটি যে নারী চুরি করেছে, তার নাম ফাতেমা বেগম, স্বামী সিরাজুল ইসলাম। নারীর স্বামীর বাড়ি শিবপুর উপজেলার কুমারটেক ও বাবার বাড়ি রায়পুরা থানার রাজবাড়ি (মৌলভী বাড়ি)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই নারীর পরিবারে ছেলে সন্তান না থাকায় স্বামীর চাপে নবজাতকটি চুরি করেন তিনি। নবজাতক চুরি করার দায়ে নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ