স্টাফ রিপোর্ট : নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় অটোচালকসহ আরও ২ জন আহত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত নয় টার দিকে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর উপজেলার জয়নগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯ টার দিকে শফিক ও রাজ বাড়ৈগাঁও- সিএন্ডবি থেকে মোটরসাইকেলযোগে শিবপুরের দিকে আসছিল। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় পৌঁছালে অটো রিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই রাজ মারা যায়।গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শফিক ও সিএনজি অটোরিকশার চালক রবিউল ইসলামসহ আরও এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি দ্রুতগতিতে উল্টোপথে আসার সময় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং সিএনজি চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।'
তিনি আরও বলেন, 'নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।