
স্টাফ রিপোর্টার: নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে টানা চারবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (২৮ জুলাই) সকালে শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে কোরআনখানি, পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।এসময় পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাষ্টার,, আব্দুল মান্নান ভূঞা স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার কালা মিয়া, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল ইসলাম, আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, আব্দুল মান্নান ভূইয়া ডিগ্রি কলেজ ও আব্দুল মান্নান ভূইয়া বিদ্যাপীঠসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বিকেলে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধার নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি শিবপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে প্রয়াত নেতা আবদুল মান্নান ভূঁইয়া সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর ধানুয়া ঈদগাঁ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা।
আলোচনা সভা বক্তরা বলেন, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, দেশ বরেণ্য রাজনীতিবিদ, আধুনিক বাংলাদেশের রূপকার, সুস্থ্যধারার রাজনৈতিক সাংস্কারের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা ও সাবেক সফল মন্ত্রী প্রয়াত নেতা আবদুল মান্নান ভূইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। এই প্রয়াত নেতা বহিষ্কার প্রত্যাহার করলে শিবপুরবাসি মনে করেন বিএনপি গণজাগরণ হবে।
সভায় বক্তব্য রাখেন মান্নান ভুইয়া পরিষদের সদস্য এমদাদুল হক কান্চন মাস্টার, আঃ হাই গাজী, রফিকুল ইসলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মান্নান ভুইয়া পরিষদের সদস্য মোহাম্মদ আলী।