• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে ১জন নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৫ পিএম
নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে ১জন নিহত

হলধর দাস : নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে এলাকা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৫৫)নামে প্রতিপক্ষের ১জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। 

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষ হয় আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

নিহত ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে, প্রাথমিকভাবে আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি । 

স্থানীয়রা বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয় এবং বিভাজন থেকে আজ বৃহস্পতিবার ভোরে সংঘর্ষের রুপ লাভ করে। 

জানা যায়, নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপি আহবায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ায়। পাশাপাশি দলীয় কর্মসূচিতেও তারা পৃথকভাবে পালন করেন। বিরোধের ধারাবাহিকতায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের রুপ লাভ করে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায় এবং অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ