• নরসিংদী
  • শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:০১ পিএম
নরসিংদীতে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে সমাজ বিরোধী কার্যকলাপে সামাজিক সংগঠন বাধা হয়ে দাঁড়ানোর ফলে সংগঠনের সভাপতিসহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালোর অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকায় পুওর হ্যাপিনেস ফাউন্ডেশন' নামে একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  সংগঠনের সভাপতি মো. সজিব মোল্লা।

সজীব মোল্লা নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকার আব্দুল সাত্তার মোল্লার ছেলে। তিনি 'পুওর হ্যাপিনেস ফাউন্ডেশন' নামে আমি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন সাংবাদিক সম্মেলনে মো. সজিব মোল্লা লিখিত বক্তব্যে বলেন, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার একটি অসাধু মহল কোন কাজকর্ম  না করে তারা পেশীশক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে অন্যায়ভাবে চাঁদা আদায় করাই তাদের কাজ। তাদের এসব অসামাজিক কাজ ও অপকর্মের বাধা হয়ে দাঁড়ায় 'পুওর হ্যাপিনেস ফাউন্ডেশন' এবং ফাউন্ডেশন-সংশ্লিষ্ট সদস্যরা।

ফলে তারা ওই সংগঠনের  বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়। সংগঠনের সভাপতিসহ অন্যান্যদের নানা ভাবে সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লাগে। তারা সংগঠনের সভাপতি মো সজিব মোল্লা ক্ষতি করার উদ্দেশ্যে নানা পন্থা অবলম্বন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে অপপ্রচারসহ বিভিন্ন ধরনের মানুষকে তার পিছনে লেলিয়ে দিয়ে হয়রানি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করেছে।

যে কুচক্রি মহলটি ওই সংগঠনের সভাপতিসহ অন্যান্য সদস্যদের পিছনে পড়ে তার মূলহোতা শিবপুর উডজেলার পুটিয়া কামারগাঁও (পুটিয়া বাজারের পশ্চিম কর্নারে তার বসতবাড়ি) এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে আল আমিন (উরফে টাইগার আল আমিন)।

পুওর হ্যাপিনেস ফাউন্ডেশন'র সভাপতি হওয়ার সুবাদে সজিব মোল্লা উপর তাদের ক্ষোভটা একটু বেশীই ছিল বলে জানান।

তারা বিভিন্ন সময় তার ক্ষতি করার জন্য নানান পন্থা অবলম্বন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে অপপ্রচারসহ বিভিন্ন ধরনের মানুষকে  তার পিছনে লেলিয়ে দিয়ে তাকে হয়রানির মাধ্যমে আর্থিক ক্ষতি করে। এসব অপপ্রচারের কারণে প্রশাসনের লোকজন তাকে হয়রানিসহ ধরে নিয়ে গিয়ে হেনস্তা করেছে। ফলে পুটিয়া বাজারে তার দুইটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 

ফাউন্ডেশনের সহ-সভাপতি তৌহিদ গাজী ওই অসামাজিক কার্যকলাপে বাধা দিলে আল আমিন ও তার ছেলেসহ কয়েকজন তৌহিদ গাজীর উপর হামলা চালায়। তারা মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে। এখবরে তৌহিদের সহযোগী সহ সজিব মোল্লা ঘটনাস্থলে যায়। সে সময় যাতে কোন পক্ষই সংঘর্ষে না জড়ায সজিব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। ঠিক সেসময়ে ঘটনাস্থলের একটি ছবিসহ এর  সাথে আরো  কযেকটি ছবি যুক্ত করে চক্রান্তকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু যেগুলোতে সজিব মোল্লাকে জড়ানো চেষ্টা চালায়।

 মঙ্গলবার (২৬ আগস্ট( ‘পরি প্রেক্ষিত’ নামে একটি ফেসবুক আইডি থেকে সেই ছবিগুলো পোস্ট দেওয়া হয়। একটি ছবিতে উঁচু করে রাখা তার হাতকে মার্ক করে বোঝানো হয়েছে হাতে অস্ত্র। অথচ ছবিটি জুম করলে দেখা যায় তার হাতে কিছুই নেই, খালি হাত শূন্যে তোলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মিথ্যাচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং আইনের চোখে অপরাধী সাব্যস্ত করাই ছিল ওই কুচক্রি মহলের মূল লক্ষ্য। এই পোস্ট যে ছবিটি ব্যবহার করা হয় সেটি প্রায় বছরখানেক পূর্বে  আইয়ুব সরকার (Ayub Sarker)

নামে একটি ফেসবুক আইডি থেকে  আপলোড করা হয়েছিল এবং পরে সে ডিলেট করেও দেওয়া হয়েছে। মঙ্গলবার  ‘পরি প্রেক্ষিত’ নামে ফেসবুক আইডিটিতে ঠিক একই ছবি ব্যবহার করে পুনরায সামাজিকভাবে হেয় অপচেষ্টা চালায় ওই মহলটি।  তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে  বিষয়টি তুলে ধরেন এবং তাদের প্রতি আহ্বান জানান সত্য বস্তুনিষ্ঠু লেখনির মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে ওই কুচক্রি মহলটির মুখোশ উম্মোচন করার জন্য। যাতে আইন সংস্থা প্রয়োগকারী সংস্থার কাছে অপরাধী সাব্যস্ত হয়। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ