স্টাফ রিপোর্টার: নরসিংদীতে কাউসার মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের তুলসীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাউসার মিয়া একই এলাকার ইমান আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে অটোরিকসা নিয়ে বাড়ি থেকে বের হয় কাউছার। পরে তাকে নরসিংদী মদনগঞ্জ সড়কের ৬ নং ব্রিজের সামনে গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।
এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়দের এগিয়ে আসতে দেখে আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারে সদস্যরা জানায়, তাদের বাড়ির পাশ্ববর্তী মজিদ ও শরীফদের সাথে কাউছারের বাবার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ইতোপূর্বে তাদের উপর প্রতিপক্ষের লোকজন কয়েকবার হামলা চালিয়েছে। আজকেও তারা কাউছারকে রাস্তায় আটক করে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে কুপিয়ে ফেলে রেখে গেলেও অটোরিকশাটি সেখানেই ফেলে রেখে গেছে। তাই ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত করছি। আশা করছি দ্রুত আসামীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।'