স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত এডভোকেট নজরুল ইসলাম রিপন মাধবদী থানাধীন কাঁঠালিয়া গ্রামের মৃত মোহর আলীর গ্রামের ছেলে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই জসিম সঙ্গীয় ফোর্সের সহায়তায় নরসিংদী শহরের উপজেলা মোড় হতে নরসিংদী জেলার মাধবদী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মাধবদী থানার মামলা নং-০১ তারিখ ০১/১০/২০২৪ খ্রি: ধারা-১৪৩/৩০২/১০৯/ ১১৪/৩৪ পেনাল কোড ও বিস্ফোরক আইনের ৩/৬ ধারার এজারনামীয় আসামি নরসিংদী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রিপন (৪৮) গ্রেফতার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী এখনো থানায় পৌঁছেনি।
তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।