• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ;   ০১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে মহাসড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৮ পিএম
শিবপুরে মহাসড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন 

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাস স্ট্যান্ডে নিরাপদ সড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কুন্দারপাড়া বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কুন্দারপাড়া, চৌপট, লামপুর, নোয়াদিয়া, নাওহালা ও চাঁদপাশা গ্রামের শত শত লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুন্দারপাড়া বাস স্ট্যান্ড একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এই বাস স্ট্যান্ড পারাপার হয়। বিভিন্ন সবজির চারা ও সবজি উৎপাদনে নরসিংদীর মধ্যে বিখ্যাত এলাকা। এখানে উৎপাদিত সবজির চারা ও সবজি নিতে  প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। এছাড়া রাস্তার দুইপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার রয়েছে। রাস্তা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। তাই নির্মাণাধীন ছয় লেন সড়কটির কুন্দারপাড়া বাস স্ট্যান্ডে নিরাপদ সড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর ও ছয় লেন প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আর যদি নিরাপদ সড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণ না করা হয় তাহলে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করার হুশিয়ার করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুন্দারপাড়া বাস স্ট্যান্ড দক্ষিণ মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল্লাহ আল টিটু, বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম মাষ্টার, বাস স্ট্যান্ড উত্তর মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, ব্যবসায়ী হাসান উদ্দিন খোকা, বিএনপি নেতা লিটন সরকার, শিপন মাষ্টার, ইউপি সদস্য রুপচান মিয়া, ইউপি সদস্য ফাতেমা বেগম, হাবিবুল্লাহ, পল্লি চিকিৎসক আমিনুল ইসলাম প্রমুখ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ