• নরসিংদী
  • রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৮ পিএম
নরসিংদীতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের দেশজুড়ে নৈরাজ্যে সৃষ্টির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নরসিংদী জেলা শাখা ছাত্রলীগ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের গোলাপ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলাপ চত্ত্বরে এসে শেষ হয়।

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিউট শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, রায়পুরা থানা শাখা ছাত্ররলীগের সহ-সভাপতি পনির দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জজামান মিলন, শহর শাখার সহ-সভাপতি কাজি রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও তাঁতবোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার সভাপতি যোবায়ের সরকার প্রমুখ।

বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

তারা আরো বলেন, এসময় সারাদেশে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে নৈরাজ্য করছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে থাকবে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

নেতারা বলেন, ১০ ডিসেম্বর যদি বিএনপির নেতা-কর্মীরা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ