হলধর দাস : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ২৪- এর আন্দোলনে অংশ নিলেও বর্তমানে একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
শেখ হাসিনা ভিন্নদেশে পালিয়ে গিয়েও বসে নেই, একের পর এক নানামূখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। বুধবার নরসিংদী সদর উপজেলার হেরিটেজ রিসোর্টে আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, আগামী নির্বাচনে রাজপথে ফুল বিছানো হবে না। আমাদেরকে অনেক ঝড়-ঝাপটা, বাধা-বিপত্তি অতিক্রম করতে হবে। শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করে গেছে । আর জিয়া পরিবারের ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।
কিন্তু নির্বাচন যাতে না হয় সেজন্য একটি মহল নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । সকল ষড়যন্ত্র, চক্রান্ত রুখে দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।