• নরসিংদী
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় ট্রেনের ইঞ্জিনে আগুন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৯ এএম
রায়পুরায় ট্রেনের ইঞ্জিনে আগুন
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় সিলেট থেকে ছেড়ে আসা একটি  ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দৌলতকান্দি রেলস্টেশন এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি ছেড়ে যায়।

ট্রেনটির চালক এম এইচ হাজারী বলেন, 'সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৬ টা ৪ মিনিটে ভৈরব থেকে ছেড়ে আসে। ৬ টা ১২ মিনিটে দৌলতকান্দি স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের ইঞ্জিন বাম পাশের পিছনের চাকায় অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান রেলের কর্মচারী ও কর্মকর্তারা।'

কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

দৌলতকান্দি স্টেশনের স্টেশন মাস্টার সামসুল হক বলেন, 'রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ১০ নম্বর মেইল আপ ট্রেনটি সকাল ৬ টা ১২ মিনিটে দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছলে ইঞ্জিনের চাকায় আগুন জ্বলতে শুরু করে।'

দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছার ট্রেনটি থামিয়ে চালক ও কর্মচারীরা এসে পানি দিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন তিনি। 

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ