
নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতের নাম লিটন মিয়া উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের মৃত আঃ আজিজ মিয়ার ছেলে।আহত মোর্শেদ মিয়া (৪০) একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫ টায় ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাড়ৈগাঁও নামক স্থানে ট্রাক নসিমন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক লিটন মিয়া ও পথচারী মোর্শেদ মিয়া আহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে লিটন মিয়া মারা যায়।
আহত মোর্শেদকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন আজ বিকেলে সড়ক দুর্ঘটনায় ট্রাক নসিমন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক মারা যায়।ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।