• নরসিংদী
  • শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ;   ২১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতা হামলার শিকার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:০৫ পিএম
নরসিংদী আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতা হামলার শিকার 

হলধর দাস : নরসিংদীতে হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে সংঘবদ্ধ  দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা শাখা ছাত্রদলের নেতা সিয়াম হোসেন (২৮)। 

হামলার শিকার ছাত্রদল নেতাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে এ হামলার ঘটনা ঘটে। 

আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক। পৌর এলাকার বাসিন্দা এমরান মিয়ার ছেলে সিয়াম । 

সিয়ামের পিতা এমরান মিয়া ও পরিবারের সদস্যরা জানায়, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যায় সিয়াম। হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে পৌছলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতারি পিটুনী দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

সিয়ামকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথায় ৪টি সেলাই ছাড়াও পুরো শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। 

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, আহত ব্যক্তিরই অপর প্রতিপক্ষ জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করেছে। পরে কোর্ট পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ