স্টাফ রিপোর্ট: নরসিংদীর শিবপুর উপজেলায় ব্যতিক্রমী হস্তশিল্প প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালক ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি। শিবপুর ব্যতিক্রমী হস্তশিল্পের প্রতিষ্ঠাতা পরিচালক, উদ্যোক্তা সাবিনা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে ও হস্তশিল্পের সাথে জড়িত ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, 'সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে বোঝা মনে না করে তাদেরকে স্বাভাবিক শিক্ষার পাশাপাশি হস্তশিল্পসহ বিভিন্ন কাজে দক্ষ করে তুলতে হবে।'