স্টাফ রিপোর্টার : নিরাপদ অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে নরসিংদীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর)নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হল রুমে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ)এর আয়োজনে সুইজারল্যান্ডের সহায়তা জেলার পলাশ উপজেলার চারটি ইউনিয়নের জন প্রতিনিধি,সচিব,ইউডিসিদের নিয়ে দিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,ওকাপ জেলা ব্যবস্থাপক মোঃ ওসমান গনি,ওকাপ প্রজেক্ট অফিসার মোঃ বাবুল হোসেন,ওকাপ ঢাকার এডভোকেসি অফিসার নিথরা মেহরাব, ওকাপ ঢাকার একাউন্ট অফিসার আব্দুল আল রশিদ প্রমুখ।
মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ)এর জেলা ব্যবস্থাপক মোঃ ওসমান গনি।তিনি নিরাপদ,নিয়মিত,সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ,মানব পাচার রোধ,বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন,উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।এছাড়াও তিনি বিএমইটির স্মার্ট কার্ড,বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব, বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণ,শিক্ষাবৃত্তি,ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ,অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা,প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।তিনি আরো বলেন,স্থানীয় নেতৃবৃন্দই ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন।
এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি,সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন।এছাড়াও তিনি আরপিএল-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।