• নরসিংদী
  • সোমবার, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৯ পিএম
ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

রায়পুরা প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে থাকা একটি মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তরপুর এলাকার মৃত কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিক (৬০)। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায়।

পরিবার ও স্থানীয়দের বরাতে এসআই জানান, নিহত আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার একজন পানের দোকানদার। প্রতিদিনের মতো তিনি দোকানে যেতে রেললাইন পারা হওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) ট্রেনে ধাক্কা লেগে তিনি ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যান। ৮টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছে ট্রেনটি দাঁড়ালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহত বৃদ্ধ লোকটি কানে কম শুনত। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। ৯টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ