• নরসিংদী
  • রবিবার, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ক্রিকেট খেলার সময় মিলল দুই শতাধিক গুলি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১১ পিএম
শিবপুরে ক্রিকেট খেলার সময় মিলল দুই শতাধিক গুলি 

শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ভরতের কান্দি গ্রামে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই শতাধিক গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ওই গ্রামের হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠান থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠানে একদল শিশু-কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে বল কুড়াতে গিয়ে,  মাটিতে গর্ত করতে গিয়ে তারা কিছু গুলির অস্তিত্ব টের পায়। মাটির সামান্য নিচ থেকেই গুলিগুলো বেরিয়ে আসতে শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি বড়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে শিবপুর মডেল থানায় খবর দেন।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে দুই শতাধিক গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনুর মিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্স পাঠিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো বেশ পুরনো এবং জং ধরা অবস্থায় ছিল।

তিনি আরও বলেন আমরা গুলিগুলো জব্দ করে থানায় নিয়ে এসেছি। এগুলো কোথা থেকে এলো বা কতদিন ধরে এখানে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

জনমনে আতঙ্ক ও কৌতূহল বসতবাড়ির উঠান থেকে এভাবে বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ধারণা করছেন, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার পরিত্যক্ত গুলি হতে পারে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞ তদন্তের প্রয়োজন বলে মনে করছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ