• নরসিংদী
  • রবিবার, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩২ পিএম
নরসিংদী সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদ (এনএসপি) এর  নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট  নতুন কমিটিতে সাপ্তাহিক আরশিতে মুখ পত্রিকার প্রকাশক মো. হারুন অর-রশিদ সভাপতি, দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম এ আউয়াল সাধারণ সম্পাদক এবং নরসিংদীর খাসখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. কবির হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার সকালে নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদ (এনএসপি) এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৬-২০২৭ নরসিংদী রেলওয়ে ষ্টেনস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মো. হারুন অর-রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ আউয়াল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আাসনে ধানের শীষের কান্ডারি খায়রুল কবির খোকন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নরসিংদীর প্রথম খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক সম্পাদক একে ফজলুল হক, সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. হুমায়ূন কবির সাহা, সাপ্তাহিক অতিক্রম পত্রিকার প্রকাশক সম্পাদক অ্যাড. মো. লিয়াকত হোসেন, দৈনিক সময় সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হামিদুল হক আহাদ, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মো. এমদাদুল ইসলাম খোকন, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. হোসেন আলী,  দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এটিএম মোস্তফা বাবর, সাপ্তাহিক মাটির পুতুল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আমজাদ হোসেন, দৈনিক উত্তাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফরোজা আহমেদ, সাপ্তাহিক নরসিংদীর জনপদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সালমা সুলতানা, পাক্ষিক নরসিংদীর খাসখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. কবির হোসেন, সাপ্তাহিক দেশ স্বন্দেশ পত্রিকার সম্পাদক খান মো. শিবলী হাসান ও সাপ্তাহিক নরসিংদীর আলো পত্রিকার সম্পাদক মো. আরিফুল হক প্রমুখ।

সভার দ্বিতীয় পর্বে সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক মো. হারুন অর রশিদকে পূণরায় সভাপতি ও দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ আউয়ালকে দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক এবং নরসিংদীর খাসখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. কবির হোসেনকে কোষাধ্যক্ষ করে নরসিংদী সংবাদপত্র পরিষদ (এনএসপি) এর ২০২৬-২০২৭ইং সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক সম্পাদক একে ফজলুল হক ও  দৈনিক সময় সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হামিদুল হক আহাদ,  যুগ্ন সাধারণ সম্পাদক সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. হোসেন আলী,, কার্যনির্বাহী সদস্য সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মো. এমদাদুল ইসলাম খোকন,, সাপ্তাহিক দেশ স্বন্দেশ পত্রিকার সম্পাদক খান মো. শিবলী হাসান ও দৈনিক উত্তাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফরোজা আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, চ্যানেল আই এর নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায়, বিজয় টিভি নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা ও চ্যানেল এস টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মো: খায়রুল ইসলাম প্রমুখ।

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ