• নরসিংদী
  • মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ০১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মুক্তিপণ না দেয়ায় নির্মম হত্যার শিকার এক যুবক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৪৬ পিএম
নরসিংদীতে মুক্তিপণ না দেয়ায় নির্মম হত্যার শিকার এক যুবক

হলধর দাস : অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় শুভ মোল্লা (২০) নামের এক যুবক নির্মম হত্যার শিকার হয়েছে। তাকে নির্মমভাবে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে অপহরণকারী চক্র। 

বুধবার (৭ মে) দিবাগত রাত ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬নং ব্রিজের পাশে ফেলে রেখে চলে যায়। পরে নরসিংদী মডেল থানা পুলিশ শুভর লাশ উদ্ধার করে। নিহত শুভ নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের ফুলতলা গ্রামের মানিক মোল্লার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে সকালে বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হয় শুভ। রাতে বাড়ি না ফেরায় পরিবার তাকে অনেক খোঁজাখুজি করে। পরদিন ৬ মে অপহরণকারী চক্র তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

অপহরণকারীদের দাবীকৃত মুক্তিপণ না পেয়ে নির্যাতন করে শুভকে হত্যার পর নরসিংদী-মদনপুর সড়কের ৬নং ব্রিজের পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের লাশ সনাক্ত করে।  সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ কলে।  

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গত দুই দিন আগে শুভ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার রাত ১১টার দিকে পুলিশ নরসিংদী-মদনপুর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে। এছাড়া হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ